মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
অভয়নগরে ভৈরব নদে নিখোঁজ ডুবরির লাস উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের কর্মীরা। আজ সন্ধা আনুমানিক ৭ টার দিকে মৃতদেহ উপরে তুলতে সক্ষম হয়েছে তারা।
উল্লেখ্য, গত ২৪- শে জুলাই ভৌরব নদে জাহাজ নঙ্গর করার জন্য স্থাপিত একটি হেলে পড়া পিলার নদী থেকে অপসারণের কাজ করতে যেয়ে নাইম হোসেন (৩৫) নামে এই ডুবুরি নিখোঁজ হয়ে যায়।
মৃত নাইম হোসেন খুলনার গল্লামারি এলাকার বাসিন্দা আব্দুর রহমানের ছেলে। ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা দু-দিন অভিযান চালিয়ে আজ সন্ধায় নাঈম এর মৃত দেহ উদ্ধার করতে সহ্মম হয়।