নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের বহাদ্দারহাট মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা ও অর্ধদন্ড আদায় করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) বিকালে জেলা মৎস্য দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা বহাদ্দারহাট মাছ বাজারে জেলা মৎস্য দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। প্রসংগত, ক্ষতিকর জেলি পুশকৃত চিংড়ি ও আফ্রিকান মাগুর বিক্রির অপরাধে ২ জনকে ব্যবসায়িকে ৩০০০ টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ১০ কেজি আফ্রিন মাগুর এতিমখানায় বিতরণ এবং জেলিযুক্ত ৭ কেজি চিংড়ি ধ্বংস করে ফেলা হয়। উল্লেখ্য,ক্ষতিকর রাসায়নিক দিয়ে তৈরি জেলি পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে একধরনের অসাধু ব্যবসায়ী, যার মধ্যে কারসিনোজেনিক উপাদান রয়েছে। এছাড়াও বাজারে অভিযান শেষে নতুন ব্রিজ, চট্টগ্রামে অবিস্থিত অননুমোদিত মৎস্য খাদ্য প্রস্তুতকারক কারখানা “সি এফ সি” তে অভিযান পরিচালনা করা হয়। বর্ণিত কারখানাটি মানহীন মৎস্য ও পশু খাদ্য প্রস্তুত করে বিভিন্ন নামি-বেনামি কোম্পানির প্যাকেট এ মোড়কজাত করে বিভিন্ন জায়গায় সরবরাহ করে, যা মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর সম্পূর্ণরুপে লংঘন।
এ অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০০০০ টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সেক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অংশ নেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওমর ফারুক। প্রসিকিউশনে মোঃ আনোয়ারুল আমিন, সহকারী পরিচালক, জেলা মৎস্য দপ্তর, চট্টগ্রাম। আরও উপস্থিত ছিলেন মৎস্য জরিপ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা মৎস্য অফিসার(অ :দা) মোঃ কামাল উদ্দিন চৌধুরীসহ পুলিশের সঙ্গীয় সোর্স।