মোঃ দুলাল হক,ঠাকুরগাঁও প্রতিনিধি:
প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে লিটন উদ্দিন অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে নতুন কাপড় জুতা বিতরণ । ঈদের খুশি ও আনন্দ সকলের মাঝে বিলিয়ে দিতে ঈদ উপহার বিতরণ করলেন জার্মান প্রবাসী মোঃ লিটন উদ্দিন
এ সময় তিনি বলেন, মুসলিম ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ও ঈদউল আযহা। ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি। । ঈদের খুশির দিনে ধনী গরীব আমরা সবাই যেনো মিলে মিশে ঈদের আনন্দ উপভোগ করতে পারি সেজন্যই আজকে সুবিদা বঞ্চিত শিশুদের মাঝে এই ঈদবস্ত্র বিতরণ করা।
২৫ জুলাই’ শনিবার নিজ বাড়িতে অসহায়, এতিম ও দুঃস্থ মাঝে মোট ১শত ৫০টি ছোট বাচ্চাদের পোশাক ও জুতা বিতরণ করা হয় । বিতরণ অনুষ্ঠানের উপস্থিত ছিলেন। লিটন উদ্দিনের বাবা মোঃ দবির উদ্দিন, স্ত্রী সাজেদা, ভাই মোতাহার, ছেলে লিওন ,মেয়ে লিসা ,ভাতিজা সৌরভ প্রমুখ।