মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

ই-পেপার

নাগরপুরে অসহায়দের পাশে- এমপি টিটু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ৭:৩৬ অপরাহ্ণ

নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রায় ১৬ হাজার দরিদ্র, অসহায় পরিবার ভিজিএফ এর চাল পেলেন।

শনিবার ২৫ জুলাই ২০২০, সকালে আনুষ্ঠানিকভাবে ভিজিএফ চাল বিতরণ কাজের উদ্বোধন করেন, টাঙ্গাইল-৬ আসনের সাংসদ জনাব আহসানুল ইসলাম টিটু।

এ সময় এমপি টিটু বলেন, আমরা বন্যার্তদের পাশে আছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি নাগরপুর সদর, গয়হাটা, মামুদনগর, মোকনা, ভাড়রা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করেন। এরপর তিনি সরকারি যদুনাথ উচ্চ বিদ্যালয়ে বন্যায় আশ্রয় নেয়া ১৮ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগিতায় নাগরপুর সদর, গয়হাটা, সহবতপুর, ভারড়া, ভাদ্রা সহ মোট ১২টি ইউনিয়ন পরিষদে উপজেলা প্রশাসন এই ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে বন্যা ও অন্যান্য দূর্যোগ সংক্রান্ত দুঃস্থ, অতি দরিদ্র ব্যক্তি এবং পরিবারকে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান করা হয়। এতে প্রত্যেককে পরিবারকে ১০ কেজি করে চাল মোট ১৬০০০ হাজার পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যর মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা  সৈয়দ ফয়েজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপজেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, ইউপি চেয়ারম্যান গন, গনমাধ্যম কর্মী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর