মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন

ই-পেপার

লামা পৌরসভার অবশিষ্ট সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দিলেন: পৌর মেয়র

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ২৫ জুলাই, ২০২০, ১২:৩৮ অপরাহ্ণ

মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ

বান্দরবানের লামা পৌরসভার অবশিষ্ট সড়কের সংস্কার কাজ দ্রুত শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন লামা পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম। উনার নিজের ফেইজ বুকে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া পোষ্ট হুবহু নিচে তুলে ধরা হলো: সম্মানিত লামাবাসি, আসসালামুআলাইকুম/ নমস্কার/ আদাব, লামা বাজারের চৌরাস্তা। দীর্ঘদিনের সমস্যা, সমাধান খুব দ্রুত সময়ে। গোপাল বাবুর মোড় থেকে চৌরঙ্গী হোটেল পর্যন্ত , হোটেল সি হিলের ও কেন্দ্রীয় মসজিদের সামনেের অংশ, মাদ্রাসা মোড় থেকে গজালিয়া জীপ ষ্টেশন দক্ষিণ পাশের ব্রীজ এবং কন্ট্রাক্টর মোঃ কামাল উদ্দিনের বাসার সামনের অংশ ২২৭ মিটার আর সিসি রাস্তা সহ গোপাল বাবুর মোড় থেকে টি টি এন্ড ডি সি পর্যন্ত ৪০ মিলি কার্পেটিং দ্বারা উন্নয়ন কাজ ১ কোটি ৬৩ লক্ষ টাকা টেন্ডার দিয়ে ঠিকাদার নিয়োগ করেছে এলজিআরডি। কোরবানি ঈদের পরপরই বৃষ্টির ধারাবাহিকতা একটু কমলেই কাজ শুরু করা হবে। লামা পৌরবাসির জন্য আরো সুখবর রয়েছে।

 

লাইনঝিরি তেমুনি থেকে লামা বাজারের চৌমুহনী পর্যন্ত রাস্তা কার্পেটিং ওভার লেপিং ( দুই পার্শ্বে ৩ ফুট করে ৬ ফুট বর্ধিত করণ সহ১৮ ফুট ) এবং লামা সার্কেল অফিসের সামনে থেকে লামা বাজার অভিমুখী রাস্তা নিচু অংশে ৫ ফুট উঁচু করে কার্পেটিং কাজের ১১ কোটি টাকা টেন্ডার করে ঠিকাদার নিয়োগ করেছে সি এম পি। খুব দ্রুত সময়ে কাজ শুরু করা হবে। সেক্ষেত্রে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি, পার্বত্য জনপদের অভিভাবক প্রিয়নেতা গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব বীর বাহাদুর (উশৈসিং)এম.পি মহোদয়ের প্রতি যাকে অনুরোধ করার সাথে সাথে ব্যবস্থা নিয়েছেন এবং আন্তরিক সহযোগিতায় দুইটি গুরুত্বপূর্ণ কাজই অনুমোদন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর