স্টাফ রিপোর্টার:
খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য জামাল হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে মোহন খাঁ নামে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের ফেরিঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ২৪ জুলাই বিকেলে নিশ্চিত করেছেন দৌলতপুর থানার অফিসার্স ইনচার্জ মোশারফ হোসেন। গত ১৪ জুলাই রাতে নগরীর দৌলতপুর থানার মহেশ্বপাশা এলাকায় খুন হয় শ্রমিক জামাল ।
এরপর পুলিশ হত্যার সাথে জড়িত সন্দেহে যশোরের অভয়নগর এলাকা থেকে আমির হোসেনকে আটক করে। এছাড়াও বর্তমানে জেলে রয়েছে বিপ্লব, হিরো এবং মাছুম ওরফে কালা মাছুম। জামাল হত্যার ঘটনায় তার মা সালেহা বেগম বাদী হয়ে মো. আমির হোসেন, বিপ্লব, হিরোসহ ২/৩ জন অজ্ঞাতনামা আসামী করে দৌলতপুর থানায় গত ১৫ জুলাই মামলা করেছিলেন।