মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

ই-পেপার

র‌্যাবের উদ্যোগে ২৭বাহিনীর ২শ ৮৪জন জলদস্যুদের মাঝে ঈদের বিশেষ উপহার বিতরণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৪ জুলাই, ২০২০, ৯:৩০ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় সুন্দরবনসহ দেশের দক্ষিনাঞ্চলে আত্মসমর্পণকারী কর্মহীন জলদস্যুদের সাহায্য এবং আসন্ন ঈদ-উল-আয্হা উপলক্ষে শুক্রবার র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ থেকে আত্মসমর্পণকৃত ২৭টি বাহিনীর ২শ ৮৪ জন জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
র‌্যাবের প্রদান করা ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার চাল, পোলার চাল, ডাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, গুড়াদুধ, লবন, পিয়াজ, দারুচিনি, গুড়া সাবান, লাক্স সাবান, হাত ধোয়ার মিনি সাবান, মাস্ক, ব্যাগ ও যাতায়াত বাবদ সম্মানী ভাতা বিতরণ করা হয়েছে।

এর মধ্যে বাগেরহাট সদরের ৫৭ জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিপিএম ও অপস্ অফিসার সিনিয়র এএসপি মুকুর চাকমা। বাগেরহাট জেলার মোংলায় ১শ ৩০জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মোঃ ইফতেখারুজ্জমান।


খুলনার ৩৫জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮’র ‘ল’ অফিসার এএসপি মোঃ আদনান মুস্তাফিজ। সাতক্ষীরা সদর ও মুন্সিগঞ্জে ৬২জনকে ঈদ উপহার প্রদান করেন র‌্যাব-৮ এর স্কোয়াড কমান্ডার এএসপি মাহিদুল হাসান।প্রধানমন্ত্রীর নেতৃত, দিক নির্দেশনা ও পৃষ্ঠপোষকতা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত¡াবধান র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত। র‌্যাবের বিশেষ তৎপরতায় ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করে সরকার। সেই থেকে অপহরণ, হত্যা, লুটতরাজ বন্ধ হয়ে শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনসহ গোটা দক্ষিনাঞ্চলে। মাওয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবাই নিরাপদ। নির্ভয়ে নির্বিঘ্নে আসছে দর্শনার্থী-পর্যবেক্ষক এবং জাহাজ বনিকেরা।

সরকারের পক্ষ থেকে আত্মসমর্পনকারী সকল জলদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনায় রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ থেকে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর