মানবতার সেবক নামধারী গিরগিটি সাহেদ ও সাবরিনা কে উৎসর্গ করলাম
😳😳😳😳😳
একদা এক গিরগিটি সমাজে
আচানক আগন্তুক এক হাজির,
পড়িল যে ডাক তাহার
গিরগিটি রাজ তারে করিবেন জাহির।
প্রজা গন তারে ধরিছে ঘিরিয়া
খুঁটে খুঁটে দেখে তার ভিতর বাহির।
পালাক্রমে চলে দেখা,কমেনা যে ভীড়।
বর্ণিল সাজে সাজিছে সে যে
রং বাহারী সে রুপের বাহার,
তার মতো হইতে সুন্দর
সাধ না জাগে বলো কাহার?
কিন্ত গিরগিটি রাজ,মনে তার সন্দেহ বাজে,
লাগায় গুপ্তচর এক অদ্ভুত সাজে।
দিনের আলো নিভিয়া গেলেই
সে যে খোলশ টা পাল্টায়,
তখন দেখিয়া তারে,কেউ না চেনে হায়!
এইভাবে যায় দিন,যায় মাস বছর,
আগন্তুক নয় সে আর,পায় বড় বর।
একদিন গিরগিটি সমাজ জুড়িয়া
পড়িয়া যায় ব্যাপক সাড়া,
চারদিকে ফিসফিস ফিসফিস!
গিরগিটি বেশী মানুষ টা নাকি
হাতেনাতে খাইলো গো ধরা।