বেলাল হোসাইন,(খাগড়াছড়ি):
করোনা আক্রান্ত হয়ে রামগড়ে ‘গরিবের ডাক্তার” হিসেবে পরিচিত ডা:মানিক চন্দ্র শীল মারা গেছেন। আজ শুক্রবার রাত ১২.৩০ মিনিটে চট্টগ্রাম সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছুদিন ধরে জ্বর, সর্দি,শ্বাসকষ্ট সহ করোনাভাইরাসের উপসর্গে ভুগছিলেন। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়।
রামগড়ের দরিদ্র মানুষের চিকিৎসার ভরসাস্থল ছিলেন ডা:মানিক চন্দ্র শীল। করোনার শুরু থেকেই তিনি ছিলেন সম্মুখসারীর যোদ্ধা।রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে তিনি দায়িত্ব পালন করেছিলেন।
রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিনাত রেহানা জানান,ডা:মানিক চন্দ্র শীল রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উ.স.ক মেড়িকেল অফিসার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। উনি জানান,কিছুদিন পূর্বে ডা:মানিক চন্দ্র শীল এর মেয়ে তার বাবার শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি উনাকে অবহিত করেন।
ডা:মানিক চন্দ্র শীল এর মৃত্যুতে তার কর্মস্থল রামগড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।তার মৃত্যুতে রামগড় প্রেসক্লাবের সভাপতি শ্যামল রুদ্র, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন সহ সর্বস্তরের মানুষ শোক জানিয়েছেন।