মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

ই-পেপার

এই সময়ের জনপ্রিয় ধর্মীয় আলোচক – ডাঃ শিবপদ শুভ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০, ১০:০৭ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

“পাগলের ওলাউটা” করোনাভাইরাস-১৯ প্রতিরোধে শ্রী শ্রী হরিলীলামৃতের পাগলের ওলাউটা তাড়ানো, উপখ্যানটি পড়ুন। এবং সরকারী সকল সাস্থ্য নীতি মেনে চলুন,সাবান জল দিয়ে বার,বার,হাত ধোয়া,মাক্স ব্যবহার স্যানিটাইজার ব্যবহার করার কথা বলেন। আরো বলেন,হরিচাঁদ ঠাকুর কেন এলেন,আমরা এখন মোটামুটি সুস্থ সমাজ ব্যবস্থা দেখতে পাই ,আজ থেকে ২০০ বছর আগে এরমটি ছিল না। উচ্চবর্ণের অত্যাচারে বিষাক্ত হয়েছিল মানব সমাজ। ধর্মের নামে চলতো শাষণ শোষন নির্যাতন। শুধু কি তাই? ধর্মের অপব্যবহার করে বিকৃত করে ফেলেছিল গোটা সোনাতন ধর্মকে এর আগেই জাত পাতের বিভাজন করে বিষিয়ে দিয়েছিল গোটা মানব সমাজ।

 

উচ্চবর্ণের দ্বারা অত্যাচারিত হত তাদেরই তৈরি নিন্মবর্ণের মানুষ। এই সনাতন ধর্মের অবকক্ষয় এবং নির্যাতন। নির্যাতিত নিপিড়িত মানুষের হাহাকার ধ্বনি,মুক্তি পাওয়ার আকুল আবেদন ভক্তের করুন ক্রন্দন টলিয়ে দিয়েছিল শ্রী হরির আসন সনাতন ধর্মের এবং জাতপাতের এতটায় অবক্ষয় তৈরি হয়েছিল রাম,কৃষ্ণ,গৌরঙ্গের মত বৈকুণ্ঠ বা গোলোকের হরির দ্বারা সমাধান করা সম্ভব ছিল না,তাই সৃষ্টি কর্তা ক্ষীরোদ সাঁই শ্রী হরির স্বয়ং আসতে হল। তাই সাধক যশোমন্তের ঘরে মাতা অন্নপূর্ণার গর্ভকে আশ্রয় করে অবতীর্ণ হলেন ক্ষীরোদ সাঁই শ্রীহরি শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নামে দিয়ে গেলেন সনাতন ধর্মের মুল সুক্ষ্ম দর্শন ভেঙ্গে দিলেন জাত পাতের কঠিন বেড়াজাল,দিয়ে গেলেন সনাতন ধর্মের মুল মতপথ,যার নাম মতুয়া।

প্রচারেঃ শুভ সাংস্কৃতিক নিকেতন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর