মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

গৌরনদীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০, ৮:৩৮ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় পুরো খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। বুধবার দুপুরে গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চালানো হয়।

সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে আশোকাঠী ফিলিং স্টেশন সংলগ্ন খালের মধ্যে অবৈধ স্থাপনা নির্মাণ করে আসছিলো স্থানীয় কিছু লোকেরা। পরবর্তীতে মাহিলাড়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা সরদার মজিবুর রহমান অবৈধ স্থাপনা নির্মাণ করতে বাধা করেন লাল নিশানা টানিয়ে দেন। সরকারী বাধাকে উপেক্ষা করে খালের মধ্যে স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছিলো ছিলো দখলকারীরা।

 

তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের নির্দেশনায় বুধবার দুপুরে খালের মধ্যে থেকে আটটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার এসআই খায়রুল আলম, সার্ভেয়ার শাহাজাদা মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর