মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ পূর্বাহ্ন

ই-পেপার

চিরিরবন্দরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০, ৬:২৫ অপরাহ্ণ

সোহাগ গাজী: চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় মৎস সপ্তাহ ২০২০ উদযাপিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ পূরবী রাণী রায় ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্।

এ সম্পর্কে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্ বলেন, ‘আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন।’

এ প্রসঙ্গে নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা বলেন, ‘করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছি। পরিস্থিতি ঠিক থাকলে জাতীয় মৎস্য সপ্তাহ আরও জাঁকজমকপূর্ণভাবে পালন হতো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর