মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর থেকে:
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারি যারা তালিকা ভুক্ত হতে পারেনি তাদের নতুন করে তালিকা ভূক্ত করার উদ্যোগে নিয়েছে সরকার। বাদপড়া এসব মুক্তিযোদ্ধাদের তালিকা ভূক্তকরার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষে সোমবার সকালে উপজেলা মিলনায়তনে আবেদনকারি মুক্তিযোদ্ধাদের যাচাইয়ের জন্য এক সাক্ষাতকার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিন সদস্য বিশিষ্ট সাক্ষাতকার বোর্ডের সভাপতি ছিলেন, যুদ্ধকালিন মুক্তিযোদ্ধা কমান্ডার স ম মোশারফ হোসেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুসাইন খাঁন এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা অধির কুমার পাড়ে।
এ ছাড়া উপস্থিত ছিলেন লাল মুক্তিবার্তার তালিকাভূক্ত মুক্তিযোদ্ধা আলী আকবর খান, লক্ষণ বিশ্বাস, আকবর হোসেন,মুজিবর রহমান, অচিন্ত বিশশ্বাস, শক্তিপদ বিশশ্বাস, মুনছুর আহমেদ, রজব আলী, পৌর সভার প্যানেল মেয়র মিজানুর রহমান,ইউপি চেয়ারম্যান নাদির হোসেন মোল্যা, বিষ্ণপদ দত্ত, সাংবাদিক বৃন্দ প্রমুখ। জানা গেছে প্রথম দিন উপজেলার প্রেমবাগ,সুন্দলী, চলিশিয়া, পায়রা ও পৌর সভার ২১ জন আবেদনকারির সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এবং মঙ্গলবার শ্রীধরপুর, বাঘুটিয়া, শুভরাড়া ও সিদ্দিপাশা ইউনিয়ন থেকে আবেদনকারি ১৮ জনের সাক্ষাতকার অনুষ্ঠিত হবে।