মোঃ নাজমুল হুদা,লামা:
লামায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষানির মাঝে কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ হয়। সোমবার (২০ জুলাই,২০২০ ইং–) রাজবাড়িস্থ” নব জাগরণ ” অফিসে এ কৃষি উপকরণ স্প্রে-মেশিন ও সবুজ বৃক্ষায়নের জন্য বিভিন্ন প্রজাতির গাছে চারা বিতরণ করা হয়। এসময় বিতরণ কাজে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আ,লীগের সভানেত্রী ফাতেমা পারুল। এ সময় বান্দরবান জেলা পরিষদের সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল বলেন, পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এম.পি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা মহোদয়ের অনুপ্রেরণার জেলা পরিষদের বিভিন্ন আত্ম-সামাজিক উন্নয়নে সহায়তার অংশ বিশেষ আজ আমরা কৃষি উপকরণ ও গাছের চারা বিতরণ করি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এক কোটি গাছ লাগানোর পদক্ষেপ অত্যন্ত সময়োপযোগী। বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যার মূল উৎস বৃক্ষ। মানুষের অস্তিত্ব রক্ষা ও সুস্থ থাকার জন্য বৃক্ষায়ন, বনায়ন, সবুজায়ন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও অকৃত্রিম খাদ্য উৎপাদনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি গাছের যত্ন ও পরিচর্যার উপরও তিনি গুরুত্বারোপ করেন।