মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ লোকদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। রোববার (১৯ জুলাই) সকালে লামা উপজেলা পরিষদ মাঠে এ মুজিববর্ষ উপলক্ষে এ চারা গুলো বিতরণ করা হয়। এ সময় বিতরণ কার্যসূতিতে অংশ নেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল,বান্দরবান জেলা পরিষদের সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল,উপজেলা আ,লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা,ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,ইউপি চেয়ারম্যান চাচিংপ্রু মার্মা,মিন্টু কুমার সেন, উপজেলা আ,লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ, জেলা কৃষক লীগের সহ-সভাপতি এম,কামরুল হাসান টিপু,উপজেলা কৃষক লীগের সভাপদি আব্দুল ওয়াহাব প্রমূখ।
বান্দরবান জেলা পরিষদের সদস্য নারীনেত্রী ফাতেমা পারুল জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বান্দরবান জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচির অংশ বিশেষ আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ লোকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা ১২,৫০০ টি চারা বিতরণ করা হয়।