রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
যমুনা গ্রুপের চেয়ারম্যান, দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্টাতা, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের স্মরণে বরিশালের গৌরনদী উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে স্মরণ সভা ও রুহের মাগফেরাত কামনা এবং দৈনিক যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মো. আসাদুজ্জামান রিপনের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
রবিবার সকালে প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরার সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে স্মরণ সভায় স্মৃতি চারণ করেন সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সাংবাদিক মোল্লা ফারুক হাসান, এসএম মিজান, আতাউর রহমান চঞ্চল, আরিফিন রিয়াদ, সৌরভ হোসেন, জিএম জসিম হাসান, বিনয় কৃষ্ণ শিয়ালী, মোঃ ফাহাদ, লিজন মেহেদী হাসান প্রমুখ। শেষে মরহুমের আ’ত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেল্লাল হোসেন।