শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

ই-পেপার

অভয়নগরে সাবেক ইউপি চেয়ারম্যানকে মারপিটের অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খান এ কামালকে সন্ত্রাসীরা মারপিট করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে সাবেক চেয়ারম্যান খান এ কামাল বাড়ি থেকে বের হয়ে চা খাওয়ার উদ্দেশ্যে মিনা বাজারে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুইজন সন্ত্রাসী তার ওপর চড়াও হয়। এসময় খান এ কামাল তাদেরকে ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদেরকে ধাওয়া করলে সন্ত্রাসী দুইজন কবরস্থান নামক স্থানে মোটরসাইকেল ফেলে যার নং যশোর ল-১১-৭০০৩ পালিয়ে যায়। সাবেক চেয়ারম্যান খান এ কামাল দাবি করছেন, আগত দুই সন্ত্রাসী তাকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়ার চেষ্টা করে ব্যর্থ হয়। শর্টগান থেকে গুলি বের না হলে তাদের জাপটে ধরার চেষ্টা করলে সন্ত্রাসীরা তার মাথায় আঘাত করে পালিয়ে যায়। অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, সাবেক ইউপি চেয়ারম্যান বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ এখনও পাওয়া যায় নি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর