শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ

প্রতারনার মাধ্যমে বিয়ে ও ধর্ষনের অভিযোগে বরিশাল ১০আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক অতিরিক্ত পুলিশ সুপারের (এডিশনাল এসপি) নামে আদালতে নালিশী অভিযোগ দায়ের করেছেন এক নারী কর্মকর্তা। ওই নারী বরিশালের একটি শি¶া প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, সোমবার শেষ কার্যদিবসে ওই নারীর দায়ের করা নালিশী অভিযোগ আমলে নিয়ে বিচারক মো. ইয়ারব হোসেন বিচার বিভাগীয় (মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট কর্তৃক) তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, আগামী সাতদিনের মধ্যে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মামলার গ্রহণের বিষয়ে শুনানি হবে।
আদালতে দাখিলকৃত অভিযোগের বরাত দিয়ে আইনজীবী বিপ্লব কুমার রায় জানান, বিবাদী বরিশাল দশম আর্মড ব্যাটালিয়ন পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌস (৪০)। সে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বোরানাল গ্রামের আব্দুল আউয়াল খন্দকারের ছেলে।

বাদি তার অভিযোগে উল্লেখ করেন, মাহমুদুল হাসান ফেরদৌস সবকিছু স্বপ্ন মনে করে ভুলে যেতে বলেন। এনিয়ে বাড়াবাড়ি করা হলে গুলি করে হত্যাসহ সহকর্মীদের মাধ্যমে মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়েছেন। অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর