শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

ভূঞাপুরে ভুয়া ডিবি গ্রেফতার

মুহাইমিনুল ইসলাম হৃদয়, টাঙ্গাইল প্রতিনিধিঃ
আপডেট সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৬:৩৫ অপরাহ্ণ

টাঙ্গাইলের ভূঞাপুর থেকে ১ জন ভুয়া ডিবি পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে ভূঞাপুর থানা পুলিশ।আজ (রবিবার) বিকেলে ভূঞাপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।  গ্রফতারকৃত প্রতারক বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত মিজানুর রহমান খানের ছেলে।
এ বিষয়ে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বাদী হয়ে একটি দায়ের করেছেন।
এ ব্যাপারে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, আটককৃত দেলোয়ার হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের সাথে কখনো ডিবি, ডিএসবি, আনসার কমান্ডার, সরকারি বড় কোন কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে মানুষকে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিতো সে। রবিবার বিকালে ভূঞাপুর রেলস্টেশন এলাকায় প্রতারণাকালে পুলিশ তাকে আটক করে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টির সত্যতা পাওয়া যায়। তার বিরুদ্ধে  আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর