বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

ই-পেপার

শ্যামনগরে জয়নগর আমিনিয়া হামিদিয়া মাদ্রাসায় পাতানো নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: 
আপডেট সময়: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৮:০৯ অপরাহ্ণ

শ্যামনগরের জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ২০ লাখ টাকার বিনিময়ে নিয়োগ বার্নিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে৷
শুক্রবার (৯ ডিসেম্বর ২০২২) সকাল ৮টায় সরেজমিনে জয়নগর আমিনিয়া হামিদিয়া মাদ্রাসায় নিয়োগ
পরিক্ষার আগেই জানা যায় উত্তীর্ণদের নাম ৷
নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নানের আপন মেজ ভাই একই মাদ্রাসায় এমএলএস পদে কর্মরত আব্দুল হান্নানের স্ত্রী নিলুফা পারভীনকে আয়া পদে, সভাপতি আব্দুল মান্নানের ঘনিষ্ঠ আত্মীয় শহিদুল ইসলামের
ছেলে জাকারিয়াকে অফিস সহকারী কাম কম্পিউটার পদে এবং রফিকুল ইসলাম কে প্রিন্সিপাল পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হয়েছে৷
সকাল ১০ টার সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য ড. আবুল কালাম আজাদ ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ডিজির প্রতিনিধি হেলাল উদ্দিনের উপস্থিতিতে নিয়োগ পরিক্ষা সম্পন্ন হয়৷
আয়া পদে ৯ জনের মধ্যে ৭ জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে ১৪ জনের মধ্যে ৬ জন এবং
প্রিন্সিপাল পদে ৭ জনের মধ্যে ৫ জন পরীক্ষায় অংশ নেন।
স্বরজমিনে গিয়ে দেখাগেছে, কোন নোটিস ছাড়াই গোপনে নিয়োগ বোর্ড সম্পন্ন করা হয়৷ নোটিশ বোর্ড শূন্য দেখা গেছে ৷ অধিকাংশ প্রার্থীরাই জানেন না পরিক্ষার কার্যক্রম ৷
নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রার্থী জানান, এখানে এসে শুনলাম আগে থেকেই প্রার্থী চূড়ান্ত করে রেখেছিল। আমরা শুনেছি অর্থিক লেনদেন হয়েছে কিন্ত দেখিনি।
নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অত্র মাদ্রাসার সভাপতি  আব্দুল মান্নানের কাছে ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি ৷
শিক্ষা বোর্ডের কর্মকর্তা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য ড. আবুল কালাম আজাদ বলেন, আপনারা এসেছেন, বিষয়টি দেখেন তদন্ত করে ৷ কোন সমস্যা আছে কি না!
পাঁতানো নিয়োগের বিষয়ে অসন্তোষ প্রকাশ করে  নিয়োগ বোর্ড বাতিল করে পুনরায় নিয়োগ বোর্ড গঠনের জন্য সংশ্লিষ্ট মহলের নিকট জোর দাবী করেছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com