সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ অপরাহ্ন

ই-পেপার

“মুরব্বীদের সেকাল একাল” – হান্নান মোরশেদ (রতন)

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৭:৪৯ অপরাহ্ণ

চর এলাকার দুক্কের কতা
কি কইমু তোমাগরে!
আবুল তাবুল চলত্যাছে হগ্গলে
কেউলই মাইনত্যাছেনা কেঅইলকে।

লতুন লতুন মাতবার গজাইছে
অবৈধ কামাইর লাইগ্যা ঘোরে,
গরীব মাইনষেগরে ঠগাইত্যাছে তারা
রাজনীতি আর ক্ষ্যামতার জোড়ে।

কি এমন ক্ষ্যামতা পাইছ্যাও
মাইনষেকে ঢ্যাশা মাইরা কও কতা,
মুখ ফুইট্যা কিছু কইব্যার না পারলিও
মনের মইধ্যে পাই ইট্রু ব্যথা।

জন্ম তোমার এই গিরামে
এই মাইনষেরাই আপন,
এগোরে বাদ রাইহ্যা তোমরা
গড়ব্যার চাইত্যাছাও জীবন।

ক্ষ্যামতার চোটে ভাবখানা তোমার
হইছে যানি কি!
হেদিন তোমার হাতে কেউ থাইকপোনা
সেইদিন ফুরাইবো তুমাগরে রাজনীতি।

ঐসবতা বাদ দ্যাও এহানে
গিরামের মাইনষেক ভালোবাসো,
মান-অভিমান ভুইল্যা তুমরা
হগ্গলে মিল্যা হাসো।

ময় মুরব্বীরা চইল্যা গ্যাছে
এহন তুমরা অইছ্যাও মুরব্বী,
যার তার পাছায় বাঁশ ঢুইক্যা দ্যাও
এসব তুমরা কইরত্যাছাও কি?!

গরীব মাইনষেক কিছু দিব্যার লাইগ্যা
লিষ্টি যহন করো,
রাইতের আন্ধারে তাদের বাড়ি যায়্যা
ট্যাহার লাইগ্যা আত ধরো।

গরীব মাইনষের ট্যাহা ছাড়া
তুমাগরে আনন্দ ফূর্তি অয়না,
এহানকার মাইনষেরা তুমাগরে
ভালো মানুষ কয়না।

তুমাগরে ভিতরে এত কালা
জানব্যার পারছিল্যামনা আগে,
আগিলক্যার মুরব্বীগরে কতা
ক্ষ্যাণে ক্ষ্যাণে মনের মইধ্যে জাগে।

[বিঃদ্রঃ কবিতাটি চৌহালী উপজেলার আঞ্চলিক ভাষায় লেখা ]


আপনার মতামত লিখুন :

২ responses to ““মুরব্বীদের সেকাল একাল” – হান্নান মোরশেদ (রতন)”

  1. আল হাদি মাহবুব says:

    দোয়া ও শুভকামনারইল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর