শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অর্থ দুর্নীতি অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ

সাতক্ষীরা সদর উপজেলা রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিনা সুলতানা-র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অবৈধভাবে  গাছ কাটা,স্কুলের বাচ্চাদের সাথে অসৌজন্যমূল আচরণ, টাকা নিয়ে প্রত্যয়নপত্র দেওয়া, স্লিপের টাকা আত্মসাৎ সহ সরকারি ভাবে বরাদ্দকৃত  টাকা নয় ছয় করে নিজের পকেটস্থ করেছেন বলে অভিযোগ করেছেন খোদ স্কুলের বর্তমান ম্যানেজিং কমিটি সহ অভিভাবকগনের।এ বিষয়ে প্রধান শিক্ষিকার অপসারণ দাবি করে কমিটি, অভিভাবক ও স্থানীয়দের আয়োজনে শিক্ষিকা শাহিনা সুলতানা বিউটিকে অপসারণের দাবি জানিয়ে স্কুলের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে প্রধান শিক্ষিকার অপসারণের জন্য কমিটির সদস্য ও অভিভাবক গনের পক্ষ থেকে স্কুল সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা যায়। তবে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন  অনিয়মের বিষয়ে রইচপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ শাহিনা সুলতানা বিউটি বলেন, আমার বিরুদ্ধে কমিটি ও অভিভাবকগণ মিথ্যা অভিযোগ করছে। এদিকে বর্তমান সভাপতি সহ অভিভাবকগণ বলছেন তাকে অপসারণ না করলে তাদের বাচ্চাদের আর ওই স্কুলে পড়াবেন না।  প্রধান শিক্ষিকা শাহিনা সুলতানের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে সঠিক বিচারের দাবি জানিয়েছেন কমিটির সদস্যে,অভিভাবক, এলাকাবাসী সহ সাধারণ মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর