গাজীপুরে একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করে প্রায় এক মাস বিচক্ষণতার সঙ্গে অভিযান পরিচালনা করে পরী হত্যা মামলার প্রধান আসামি সহ দুই জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গাজীপুরের শ্রীপুর থানার অত্যন্ত বিচক্ষণ অফিসার এসআই এনায়েত।
প্রসঙ্গ, গত ১২ সেপ্টেম্বর গাজীপুরের শ্রীপুর রাজেন্দ্রাপুর রিষিপাড়া এলাকায় সাত্তার মিয়ার বাড়িতে দুই স্ত্রী ও এক মেয়ে সন্তান নিয়ে বসবাস করা অবস্থায় দ্বিতীয় স্ত্রী পরি (২০) কে শ্বাসরুদ্ধ হত্যা করে। পরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার নাইমুরী নিজ গ্রামে নিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু বরণ করেছে বলে লাশ দাফন করে ঘটনাটি দামাচাপা দিতে চেষ্টা করে। হত্যার বিষয়টি এলাকা বাসী বুঝতে পারলে পালিয়ে যায় তারিকুল ইসলাম (২৫) ও তার বড় স্ত্রী তুলি আক্তার (২২)। এ বিষয়ে মামলার বাদী হেলাল সরকার সলংগা থানার মাধ্যমে মৃত দেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। প্রায় একমাস পর ময়না তদন্তের রিপোর্ট আসলে খুন হয়েছে প্রমাণ হয়। পরে ঘটনা স্থল গাজীপুরের শ্রীপুর থানা গত ২৬ অক্টোবর একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার দায়িত্ব দেওয়া হয় এস আই এনায়েত কে। মামলা হওয়ার পর থেকে আসামি তারিকুল ইসলাম ও তার স্ত্রী তুলি বিভিন্ন জেলা উপজেলায় গিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করে।
এ বিষয়ে এসআই এনায়েত বলেন, অনেক ধর্যধারণ করে প্রায় একমাস পর গত ১৬ নভেম্বর সুকৌশলে তারিকুল ইসলাম কে ময়মনসিংহ ও তুলি আক্তার কে সাভার এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। থানার কার্যক্রম শেষ করে আসামিদের আদালতে পাঠানো হবে ।