শত শত বছর পরে
এসেছেন রেনেসাঁ বাংলার তরে
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
সে তো,
বাংলা রেনেসাঁর তেজস্বী সোনার কন্যা ।
রাজনীতির কালো জালে হাত তাঁহার শুধু জ্বলে
বাংলা তবু সে ছেড়ে গেল না, বাংলা তাহার মা।
দেশের জনগণ, না খেয়ে দিবে জীবন?
এ কথা তাহার ভাল লাগে না।
রেখেছেন বাজি জীবন আজি
বাংলা উন্নয়ন দেখাবেন মাঝি
তরী তাহার বাংলা যে আর
কূলে ভিড়াইলো অনেক পাজি ।
শত বাঁধা শত তরে
পাজিদের নিয়ে দেশে গড়ে
কত আলোচনা ভিন্ন তরে
সমালোচনা দেশে জুড়ে
সব কিছুর-ই ঊর্ধ্বে করে
রেনেসাঁ আনলো বাংলার তরে,
উন্নয়ন আজ দেশে জুড়ে ।