শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে চেয়ারম্যান-মেম্বরদের বিরুদ্ধে কর্মসূচির কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৯:৫৬ অপরাহ্ণ

যশোরের অভয়নগর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের বিরুদ্ধে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড নিয়ে অসহায় মানুষের সাথে বিভিন্ন প্রতারণা করার অভিযোগ উঠেছে। অভয়নগরে মোট ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। সরকার বিভিন্ন সময়ে দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করে চলেছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র পরিবার গুলোর জন্য ভিজিপি, ভিজিএফ ও ১০টাকা কেজি দরে ৩০কেজি চাল সরবরাহ করে যা সম্পূর্ণরুপে দরিদ্র অসহায় মানুষদের মধ্যে বন্টন করার কথা থাকলেও বর্তমান চেয়ারম্যান মেম্বারদের কারসাজিতে বঞ্চিত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী। এসব হচ্ছে জনপ্রতিনিধিদের আত্মীয় করন, আস্থাভাজন ও আনুগত্যের কারণে।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের আগে যে সব চেয়ারম্যান ও মেম্বারগণ ইউনিয়নে নেতৃত্ব দিয়েছিলেন তারা দরিদ্র পরিবারগুলোর জন্য যে সব উপজেলায় সরকারিভাবে তালিকা করেছিল সেই অনুযায়ী সকলে উপকারভোগ করছিল। বর্তমান চেয়ারম্যান ও মেম্বরগণ সেই তালিকা থেকে অধিকাংশ নাম বাদ দিয়ে যারা ঐ সব কর্মসূচির আওতায় আসার যোগ্য না তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করছে। এতে করে উপজেলার ইউনিয়ন পরিষদের বহু দরিদ্র জনগোষ্ঠী বঞ্চিত হচ্ছে কম মূল‍্যের খাদ্য সুবিধা থেকে। নামপ্রকাশে অনিচ্ছুক বহু দরিদ্র অসহায় মানুষ অভিযোগ করে বলেছেন, আমাদের নামে বরাদ্দকৃত চালের কার্ড বাতিল করে নতুন করে অন্যদের নামে কার্ড করছে বর্তমান চেয়ারম্যান মেম্বারেরা। যারা বড়োলোক তারাও ঐসব কার্ডে চাল তুলে খাচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে এই সব দুর্নীতি বন্ধে সঠিক তদন্ত করে আমাদের নামে যে সব ভিজিএফ, ভিজিপি, ও ১০টাকা কেজির চালের কার্ড ছিল সে সব কার্ড আমাদের ফেরত দেওয়া হোক। এমন শত শত অভিযোগ পাওয়া গেছে বর্তমান চেয়ারম্যান ও ইউপি সদস্যদের বিরুদ্ধে।

অভয়নগর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মিনা খানম বলেন, ইউনিয়ন থেকে তালিকা নেওয়া হয়েছিল, সেই অনুযায়ী কার্যক্রম চলছিল। এখন সব তালিকা অনুযায়ী অনলাইন করা হচ্ছে। যাচাই করা শেষ হয়নি, যদি কোন অনিয়ম হয়ে থাকে তা খতিয়ে দেখা হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে সব অনিয়ম সমাধান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর