সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তারে পৃষ্টে প্রাণ গেল ফারুক আহমেদ (৩১) নামে এক নির্মাণ শ্রমিকের।
আজ রোববার (৯ অক্টোবর) সকালে উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক আহমেদ ওই মহল্লার রোস্তম আলীর ছেলে।
উল্লাপাড়া ফায়ার স্টেশনের ওয়্যার হাউস ইন্সপেক্টর সরোয়ার হোসেন জানান, আজ রবিবার সকালে নিজ ঘরের পেছনে গাছের ডাল কাটছিলেন ফারুক আহমেদ। এ সময় অসাবধনতাবশত ওই গাছটির পাশ দিয়ে টানানো বিদ্যুতের তারে পৃষ্ট হয়ে আটকে যান তিনি। ৯৯৯ ফোন পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।