বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ পূর্বাহ্ন

ই-পেপার

চাটমোহরে গ্যাসের চুলার আগুনে রেস্টুরেন্ট পুড়ে ছাই, ২ লক্ষ টাকার ক্ষতি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ

চাটমোহরে বিলচলন বাঁওশা ব্রিজ এর ওয়াপদা বাঁধ এলাকায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকান্ডে কুটুমবাড়ি রেস্টুরেন্ট পুড়ে ছাই হয়ে গেছে। এতে রেস্টুরেন্টের প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১ টার দিকে গ্যাসের চুলায় রান্না করার সময় হঠাৎ আগুন ধরে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও দোকান ঘরে ছড়িয়ে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস এসে আগুন নেভাতে সক্ষম হয়।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাটমোহরের বিলচলন ইউনিয়নের বাওশা ব্রিজ ওয়াপদা এলাকায় কুটুমবাড়ি রেস্টুরেন্টটি অবস্থিত। এ রেস্টুরেন্টটি পরিচালনা করছেন মাসুদ রনা। রবিবার দুপুরে রান্নার কাজ করছিলেন। রান্না করার সময় হঠাৎ চুলায় আগুন ধরে গেলে মুহুর্তের মধ্যে আগুন ঘরের চালে ও রেস্টুরেন্টে ছড়িয়ে পড়ে। আগুনে রান্না ঘর সহ অনেক মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

এ বিষয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পানি বহনকারী গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরো জানান, গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত। দোকানে থাকা অনেক মালামাল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। আনুমানিক ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৪ লক্ষ টাকার মালামাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর