শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে বিভিন্ন মামলায় ২২ জন গ্রেফতার

মোঃ কামাল হোসেন,অভয়নগর প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২, ৫:৩৭ অপরাহ্ণ

যশোরের অভয়নগরে বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে। যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল, যশোর মহোদয়ের  সঠিক দিক নির্দেশনায়  অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এ কে এম শামীম হাসান মহোদয়ের নেতৃত্বে অভয়নগর থানার অফিসার ফোর্স থানা এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা করে জিআর মামলার  ০৭ জন,  নিয়মিত মামলায় এবং জুয়াড়িসহ ১৫ জন,  সর্বমোট ২২ জন আসামীদের গ্রেপ্তারপূর্বক বিচারের নিমিত্তে ইং-১৭/০৯/২০২২ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।জিআর মামলার আসামীরা হল নওয়াপাড়া (বৌ-বাজার) এলাকার মৃত কদর আলীর ছেলে মোঃ রমজানআলী,নওয়াপাড়ার নিজাম দালালের ছেলে ডালিম, সমসপুরের ইখলাস গাজীর ছেলে।মোমিন গাজী, গুয়াখোলার সিদ্দিক হোসেনের ছেলে মোঃ বিল্লাল হোসেন,পাইকপাড়ার মৃত আব্দুল গণি বিশ্বাসের মকবুল হোসেন বিশ্বাস,মাগুরা পুর্বপাড়ার আফসার মোল্যার ছেলে মোঃ মিজানুর রহমান,বুইারার আব্দুস সাত্তারের ছেলে সবুজ হোসেন।নিয়মিত মামলার আসামীরা হল ভূগিলহাট ঋষিপাড়ার পাচু দাসের ছেলে সুফল দাস,জয়দেব দাসের ছেলে অমরেশ দাস (২৮), বাশুয়াড়ী ঋষিপাড়ার মৃত শ্রীনাথ দাস ছেলে নারায়ন দাস,ভুগিলহাট ঋষিপাড়ার কৃষ্ণ দাসের ছেলে অলক দাস (২০),মনোরণ্জন দাসের ছেলে বিপ্লব দাস (৩০),নির্মল দাসের ছেলে চয়ন দাস(২৬),রমেশ দাসের ছেলে সুচিত্র দাস(২৮), পাচু দাসের ছেলে গুরু দাস(২৩),তপন দাসের ছেলে মিঠুন দাস(২৪),রুহি দাসের ছেলে বৈষ্ণব দাস(২০),বুইকারা ড্রাইভার পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ঝালকাঠির মহিষকান্দির ফিরোজ তালুকদারের ছেলে মোঃ সোহেল তালুকদার (৩০)ধোপাদীর আব্দুর রহিম মোড়লের ছেলে তরিকুল ইসলাম,বাগেরহাটের আরজি মাকোড়ডোন গ্রামের আবুল কালামের ছেলে পারভেজ আহমেদ রাজু,পাইক পাড়ার চিকুন আলীর ছেলে মোঃ কামাল হোসেন(২৫)। এবিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) একেএম শামীম হাসান বলেন, নিয়মিত মামলায় ও ওয়ারেন্ট ভুক্ত আসামিদের গ্রেফতার করে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর