পাবনার সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সী ঘোষনা করেন (ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে নির্বাচিত হয়েছেন ।
সাঁথিয়া থানার সকল অফিসার বীরত্বের সাথে নিয়মিত মামলার আসামি আটক, ওয়ারেন্ট তামিলসহ এলাকার আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখা ও সাঁথিয়া উপজেলাবাসীকে পুলিশী সেবা প্রদান করায় পাবনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে (ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাকে শ্রেষ্ঠ ওসি হিসাবে ঘোষনা করেন ।
পুলিশ সুপার বলেন, জেলার এগারটি থানার মধ্যে তার সামগ্রীক কর্মতৎপরতায় সাঁথিয়া থানার (ওসি)আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম শ্রেষ্ঠ হয়েছেন। আগামী দিনের দায়িত্ববোধ আরও বাড়বে আশা করি। পাশাপাশি সাঁথিয়ার জনগণ আরও ভালো সেবা পাবে।
শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ার পর তিনি বলেন, যে মানদন্ডে আমাকে পুরুস্কৃত করা হলো তাতে আমার কর্মক্ষেত্রে ও সাধারন মানুষের দুয়ারে আইনি সেবা পৌঁছে দেয়ার দায়বদ্ধতা আরও বেড়ে গেল।