পাবনার ভাঙ্গুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: নাঈম ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মল্লিকচক স্কুলের পাশে আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভবানীপুর ভাটোপাড়া গ্রামের মো: সিদ্দিকুর রহমানের ছেলে ও রাজশাহী বঙ্গবন্ধু কলেজের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে নাঈম তার বন্ধু শিশিরের সাথে মোটরসাইকেল যোগে ভাঙ্গুড়া থেকে রামচন্দ্রপুরের দিকে যাচ্ছিলো। এ সময় ভাঙ্গুড়ার মল্লিকচক এলাকায় একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলের পিছন থেকে নাঈম সিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু: ফয়সাল বিন আহসান বলেন, নিহতের পরিবারের কেউ থানায় অভিযোগ করেনি। তবে ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
#CBALO / আপন ইসলাম