টাঙ্গাইলের নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের ও নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আয়োজনে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার জি এম ফুয়াদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ নাগরপুর- দেলদুয়ার আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, নাগরপুর মহিলা আনার্স কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা সহকারী শিক্ষা অফিসার ফরহাদ আলী, নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা পূজাপতি রাজবংশী প্রমুখ।
মা সমাবেশ শেষে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় অত্র বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীসহ অভিভাবকগণ ও গণম্যান্য ব্যাক্তিবর্গ।