পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার দুপুরের দিকে এই বজ্রপাতের ঘটনা দুটি ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী পৌর ফতেহ মোহাম্মদপুরের প্রামানিক পাড়ায় মৃত হোসেন ফকিরের ছেলে আইনউদ্দিন ফকির (৭০) এবং আটঘরিয়া উপজেলার মাঝপাড়া কাকমারী গ্রামের মো. মহির উদ্দিন মোল্লার ছেলে সাদেক হোসেন মোল্লা (৩৬)।
পুলিশ, এলাকাবাসী এবং পরিবারের সদস্যরা জানান, আইনউদ্দিন বৃষ্টির সময় স্থানীয় জলাশয়ে পাট ধোয়ার সময় বজ্রপাতে নিহত হন। অন্যদিকে সাদেক মাঠে জমির পরিচর্যা করছিলেন। এ সময় বজ্রপাতে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ জানান, ঈশ্বরদী পৌর ফতেহ মোহাম্মদপুরে প্রামানিক পাড়ায় দুপুরের দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সময় একজনের মৃত্যু হয়।