পাবনার আটঘরিয়ার কাকমারি গ্রামে বজ্রপাতে কৃষক সাদেক হোসেন মোল্লার (৩৮) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এই দূর্ঘটনা ঘটে। নিহত সাদেক হোসেন একজন গরিব ও অসহায় কৃষক। তার ৩টি শিশু সন্তান রয়েছে। এসময় এলাকাবসী এই অসহায় পরিবারের জন্য উপজেলা প্রশাসনের সহায়তা কামনা করেন।
নিহত সাদেক হোসেন মোল্লা উপজেলার মাজপাড়া ইউনিয়নের কাকমাড়ি গ্রামের মহির মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ঘটনারদিন সকালে সাদেক হোসেন বাড়ির পাশে দলগাড়ি বিলে ধানের জমিতে আগাছা পরিস্কারের কাজ করছিলেন। এমন সময় বজ্রপাত ঘটলে সে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে পাশের জমিতে কাজ করা স্থানীয়রা তার মৃতদেহ উদ্ধার করেন।