২৪ আগস্ট ২০২২ (বুধবার) তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডির সদস্যগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সমাধি সৌধতে টুঙ্গিপাড়ায় গমন করেন এবং তার আত্ত্বার মাগফিরাত কামনার জন্য শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান সাহেব মোনাজাত পরিচালনা করেন। উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল, উপাধ্যক্ষ শাহাদত হোসেন, কলেজের সহকারী অধ্যাপক, প্রভাষক, শিক্ষক-কর্মচারী, গভর্নিং বডির সদস্য নজরুল ইসলাম বাচ্চু (সাবেক ইউপি চেয়ারম্যান), উপাধ্যক্ষ আবুল কালাম আজাদ, মির্জা আবু হানিফ, ম.ম জর্জিয়াস মিলন রুবেল এবং ৬৪-সিরাজগঞ্জ-৩ জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ মোঃ আবু সাঈদ এবং তাড়াশ উপজেলা শাখা ও পৌর ছাত্রলীগের নেতৃবৃন্দ। সকলেই কলেজের পক্ষ থেকে জাতির পিতার আত্ত্বার মাগফিরাত ও দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।