নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে বাড়িয়াহাটি শ্মশানঘাট নামক স্থানে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে।
শনিবার(১৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে বাড়িয়াহাটি শ্মশানঘাট নামক স্থানে সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে বাঙ্গালখলসী গ্রামের বাবু ইসলামের ছেলে নাঈম হোসনে(১৮) নামে একযুবক ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও বিশাল ও তানভীর নামে দুই যুবক আহত হয়েছে তাদের নাটোর সদর আধুনিক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক তানভীরের পেছনে নিহত নাঈম বসে ছিল, ব্রহ্মপুর বাজার থেকে রওনা হয়ে তাহেরপুর যাচ্ছিল তারা অপর পশ্চিম দিক থেকে সিএনজি আসছিল, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটে বলে জানান।
ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আশরাফুজ্জামান মিঠু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সিএনজি চালক পালাতক সিএনজিটি জব্দ করা হয়েছে ও মোটরসাইকেলটি থানার হেফাজতে রয়েছে।