নাগরপুর উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সূর্য আইডিয়াল স্কুলের কাঠুরি শাখায় দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা ২০২২ এর ফলাফল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ঠা আগস্ট ২০২২ রোজ বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় কাঠুরী শাখায় বিদ্যালয় অডিটোরিয়ামে উক্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসন অলংঙ্কৃত করেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শিক্ষাবিদ মো: গোলাম মোস্তফা গোলাম।
সার্বিক তত্ত্বাবধানে সূর্য আইডিয়াল স্কুল কাঠুরি শাখার পরিচালক মোছা: অজিফা বেগম, সহকারী শিক্ষক কামনা ঘোষ, মোঃ মাসুদ রানা ও মোঃ উজ্জল হোসেন।
উক্ত ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সূর্য আইডিয়াল স্কুল কাঠুরী শাখার সম্মানিত শিক্ষিকা মুন্নি আক্তার।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সূর্য আইডিয়াল স্কুলের কোচিং শাখার পরিচালক,সাংবাদিক মোঃ কাজী মোস্তফা রুমি।
ফলাফল ঘোষনা অনুষ্ঠানে অভিভাবকবৃন্দ বিদ্যালয় পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে সম্মানিত প্রধান অতিথি, সূর্য শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম স্যার সকলের উদ্দেশ্যে বলেন, আজকের এই ফলাফল ঘোষণা অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশে উপস্থিত সকল সম্মানিত অভিভাবক- অভিভাবিকা মন্ডলী ও আমার স্নেহের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আমি আমার পক্ষ হতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের এই অনুষ্ঠানটিকে সুন্দর ও সাফল্যমন্ডিত করে তোলার জন্য। আমরা আগামী দিনে আরো ভালো কিছু করে বিদ্যালয়টিকে নাগরপুর উপজেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তুলবো, ইনশাআল্লাহ।