ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আব্দুল্লাহপুর গ্রামের নির্বাচিত ইউপি মেম্বার মোঃ রতন মিয়ার সন্তান আসাদুজ্জামান সাজন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর ফাইনান্স বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকেই ছাত্রলীগের রাজনীতিতে পথচলা। মেধাবী এবং দক্ষ সংগঠক হিসাবে ছাত্রনেতাদের নজরকারে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ময়মনসিংহের সর্ববৃহৎ ছাত্র সংগঠন ” ময়মনসিংহ স্টুডেন্টস’এসোসিয়েশন ” এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি নান্দাইল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি।