শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

ই-পেপার

চালানোর কথা বলে মোটরসাইকেল নিয়ে পালাতক এক যুবক!

মোঃ নাজমুল হুদা, লামা প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ৩ জুলাই, ২০২২, ৬:২৩ অপরাহ্ণ

বান্দরবানের লামার সরইতে চালানোর কথা মোটর সাইকেল নিয়ে ১সপ্তাহ ধরে পালাতক রয়েছেন মোঃ রাকিবুল ইসলাম (২৫) পিতা আব্দুর রহমান নামে এক যুবক,গ্রাম পুলাং পাড়া, সরই ইউনিয়ন। গত সোমবার ২৭ জুন,২২ইং, সকাল ১১ টায় এ ঘটনা ঘটে। ঐ সময় হতে যুবকটি মুঠো ফোন বন্ধ রেখেছেন।
অভিযোগ সূত্রে ও মালিক শাকিব জানায়, অভিযুক্ত রাকিবুল ইসলাম পূর্ব পরিচিত হওয়ায় ২৭ জুন,দিনের বেলায় একটু বাড়ি থেকে আসি বলে আমার কাছ থেকে মোটর সাইকেলটি নেয়। আমিও সরল বিশ্বাস হস্তান্তর করি কিন্তু অনেক দেরি করলে মুঠো ফোনে কল দিলে সে রিসিভ করে না। একবার ফোন রিসিভ করলেও আমাকে চিনে না তুর বেটা বলে বন্ধ করে দেয়। অনেকের মোবাইল থেকে ফোন দিলেও ধরে না। এক্ষেত্রে আমি প্রতিকার পাওয়ার তার সমাজ কমিটিকে লিখিত বিচার দিয়েছি। এছাড়াও আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।
অভিযুক্ত রাকিবুল ইসলাম এর মোবাইল নাম্বার এ বার বার যোগাযোগ করার চেষ্টা করেও+8801810247040
ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে স্থানীয় ইউপি (৪নংওয়ার্ড) মেম্বার মোঃ বাবুল জানান, মোটরসাইকেল নিয়ে যাওয়ার ঘটনা সত্য এবং সেই সময় থেকে ঐ যুবক নিখোঁজ রয়েছে।
সরইর ইউপি চেয়ারম্যান মোঃ ইদ্রিস কোং বলেন, রাকিবুল ইসলাম (অভিযুক্ত) বাবার সাথে যোগাযোগ হয়েছে তার বাবার সাথে ছেলেটি যোগাযোগ ভাল নাই। সেক্ষেত্রে আমরা চেষ্টা করতেছি মোটরসাইকেলটি উদ্ধার করার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর