তুমি বাংলার শত বর্ষের বর্ষীয়ান
রেখেছো তুমি বাংলার মান।
তাইতো মোরা তোমার বাংলায়
প্রান খুলে গাই বাংলার গান।
তুমি ছিলে কে বুঝলো না ওরা
তোমার প্রান কেড়ে নিয়েছে যারা
তাইতো বাঙালী হয়েছে পিতৃহারা।
বাঙালি এখন বুঝে তাই তোমাকে খোঁজে
যত দিন বাংলার আকাশে থাকবে চাঁদ তারা
ততো দিন কাঁদবে বাঙ্গালী জাতির পিতা কে হারিয়েছে যারা।
হে বঙ্গ পিতা করিয়ো তুমি দোয়া
বাংলার প্রতিটি কাজে পাই যেনো তোমার ছোঁয়া।
কবি পরিচিতিঃ
সভাপতি, নাগরপুর উপজেলা ওলামা লীগ
ও সদস্য, নাগরপুর উপজেলা কৃষক লীগ