বঙ্গবন্ধু দিল ডাক
বাঙ্গালী জাগরে জাগ।
বাংলা মোদের মাতৃভাষা
ছিল বাঙালির বড়ই আশা।
৭ই মার্চের ভাষণ
বাঙালীদের আছান।
বঙ্গবন্ধু বাঙালী জাতির পিতা
এই সত্য পাকিস্তানী ভক্তদের কাছে লাগে তিতা।
বিশ্বের প্রতিটি দেশে আছে একজন লিডার
এই কথা যে বিশ্বাস না করে তারা চিটার!
তুমি বাংলা, তুমি ভাষা
মিটালে তুমি বাঙালীর আশা।