সোমবার(১৩ জুন) দুপুর ০১ঃ০০ টায় রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পদ্মা কনফারেন্স হলে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অ্যাডিশনাল ডিআইজি জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, পুলিশ সুপার পাবনা কে Rank Badge পরিয়ে দেন প্রধান অতিথি জনাব মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রাজশাহী রেঞ্জ ও পুলিশ সুপার পাবনার সহধর্মিনী শাহরিনা জাহান।
ডিআইজি মহোদয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণকে দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করার আহবান জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ এবং তাদের পরিবারের সদস্যদের আন্তরিক অভিনন্দন জানান। অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণের সাথে তাদের স্পাউজগণও উপস্থিত ছিলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ অ্যান্ড ক্রাইম), রাজশাহী রেঞ্জসহ রেঞ্জাধীন সকল জেলার পুলিশ সুপার ও রেঞ্জ কার্যালয়, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
#CBALO / আপন ইসলাম