নওগাঁর সাপাহার ভাগপারুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস।
মা সমাবেশ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে লেখাপড়ার মান উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির উপর বক্তব্য প্রদান করেন সাপাহার প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মানবকণ্ঠের প্রতিনিধি সাংবাদিক হাফিজুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটি এসএমসির সহ-সভাপতি সাবেক ইউপি সদস্য আকবর আলী, বিদ্যোৎসাহী সদস্য আতাবুল হক, অভিভাবক সদস্য সোলায়মান আলী,
এবং সকল অভিভাবকদের প্রতি সচেতনতা মুলক দিকনির্দেশনা প্রদান করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিয়া সুলতানা, শাহিনা পারভীন ও রুনা লায়লা প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক,ছাত্র – ছাত্রী ও অভিভাবক মায়েরা উপস্থিত ছিলেন।