পাবনার আটঘরিয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বোম্মতিক্রমে আনোয়ার হোসেন পান্নাকে সভাপতি, আকিলুর রহমানকে সাধারন সম্পাদক এবং কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম পুন:রায় নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৮ মে) সকালে আটঘরিয়া প্রেসক্লাবে আয়োজিত ত্রি-বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন পান্না। সাধারন সম্পাদক আকিলুর রহমানের সঞ্চালনায এসময় উপস্থিত ছিলেন কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সদস্য জাকারিয়া, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম, আফরোজা খাতুন, আব্দুল মান্নান, সুজন আলি, মিনারা খাতুন, বেলার হোসেন, শহিদুল ইসলাম, মোক্তার হোসেনসহ শিক্ষ/শিক্ষিকাবৃন্দ। আগামী তিন বছরের জন্য এই কমিটি ঘোষনা করা হয়েছে।