মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

ই-পেপার

ঈদে দুই ডজনেরও বেশী নাটকে জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা

মোস্তাফিজুর রহমান উজ্জল, বিনোদন প্রতিবেদক:
আপডেট সময়: সোমবার, ২ মে, ২০২২, ১০:২১ পূর্বাহ্ণ

এবার পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ইউটিউব আর টিভি চ্যানেল মিলিয়ে জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা’র ২৭ টা নাটক আসবে।ঈদের এতগুলো নাটকে তিনি কাজ করেছেন অপূর্ব,নিলয়,মির সাব্বির,আরস,বর্ষন,ইয়াশ রোহান,আলভি,মারজুক রাসেল,চাষী ভাই,সাব্বির অর্নব,সালমান মুকতাদির,আখম হাসান,শামিম হাসান সরকার,রোয়েল সুজন হাবিব সহ আরো অনেক নায়কের সাথে।নায়িকা হিসেবে তিনি পেয়েছেন,অহনা,সারিকা সাবা,মুনমুন,মম,প্রভা,চমক,নিশাত প্রিয়ম,জান্নাত সহ আরো অনেকের।পরিচালক হিসেবে তিনি ঈদ নাটকগুলোতে পেয়েছেন রুবেল হাসান,শহিদ উন নবী,অসীম রায়,নয়ন,আনিসুর রহমান রাজিব,পনির খান,জুলফিকার শিশির,আদিবাসী মিজান,ফাহিম হাসান মনির,জিয়াউদ্দিন আলম,চন্দ্রূ্দ্বীপ দাদা,মামুন,দিদার,সহ আরো অনেকের।এদিকে,জনপ্রিয় অভিনেত্রী মৌ শিখা’র কিছু ছবিও মুক্তি পাবে ঈদের পর,সৈকত নাসিরের বর্ডার,বাপ্পি খানের সোলমেট,সুমন ধরের প্যারাসাইকোলজি,সৈকত নাসিরের নেটওয়ার্ক,শেখ কামালের তবুও বিদায়,সাঈফ চন্দনের লোকাল,আলোক হাসানের নাকফুল,তপু খানের আমি লিডার বাংলাদেশ,বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ।
আরও কিছু ছবির কথাও চলছে।
তাছাড়াও,মোটামুটি ওটিটি প্লাটফর্ম, টিভিসি অভিসি,সরকারী ডকুড্রামা,নাটক,সিনেমা সহ অনেক জাইগায় কাজ করছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

 

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর