একটি সর্প দংশিলো দন্ত লাগিল পায়,
অন্তরেতে লাগিল বিষ–বেঁচে ফেরা মোর দায়!
কঁপালেতে লাগিল দাগ,আঁখিতে প্রেম বাসনা;
ক্ষোভে মোর চুল পাঁকিলো,জন্মিলো বিড়াল ছানা।
জিবন ক্রীড়ায় রক্ত সেচে সময় এলো মধুর,
বিধির নিয়ম ভঙ্গ করে সেঁজে আছি বাদুর;
অট্ট হাসি মিত্র লয়ে দিন কাটিলো পিতার খেয়ে,
গাঙ কাটিলাম পড়ের লাগি পাপ কাঁধে লয়ে!
#CBALO/আপন ইসলাম