শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

ই-পেপার

স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ২৮ জুন, ২০২০, ৯:১৮ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে নগরীতে রবিবার বেলা এগারোটার দিকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে প্রগতিশীল ছাত্র জোটের জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতি জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শম্পা দাস বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুটপাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্টের কীটের সংকট রয়েছে। চট্টগ্রামসহ দেশের অন্যান্য জায়গায় একই অবস্থা।

 

এসব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্য মন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংসের পথে। তাই সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্য মন্ত্রীর পদত্যাগের পাশাপাশি রাষ্ট্রীয় সেবা নিশ্চিত করার দাবি করছি।
সমাবেশে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় সদস্য এ্যাডভোকেট একে আজাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর