নাটোরের বাগাতিপাড়ায় ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া সমিতি ও উপজেলা প্রশাসনের আয়োজনে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় আরও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহাদ আলী, আ’লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, আব্দুল বারী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সাজ্জাদ হোসেন ও বাগাতিপাড়া মডেল প্রেস ক্লাবের সভাপতি কুতুব-উল-আলম প্রমুখ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্রিকেট, ভলিবল, ব্যাডমিন্টন (একক দ্বৈত) ও অ্যাথলেটিক্স ইভেন্টে প্রতিযোগিতায় অংশ নেয়। ক্রীড়ানুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। প্রতিযোগিতায় বিজয়ীরা জেলা পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে।
#চলনবিলের আলো / আপন