সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

ই-পেপার

নওয়াপাড়া সাংবাদিকদের সম্মাণিত করলো সাপ্তাহিক সোনালী দিন

কামাল হোসেন, অভয়নগর উপজেলা, যশোর:
আপডেট সময়: শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ

শিল্প শহর নওয়াপাড়ার ঐতিহ্যবাহী প্রেসক্লাব নওয়াপাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠায় অবদান রাখায় নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্যদের সম্মানিত করেছে সাপ্তাহিক সোনালী দিন পরিবার ও নজরুল চেতনার বাতিঘর ঘ রা মি র ঘর। শুক্রবার বিকেলে নওয়াপাড়ায় এলবি টাওয়ারের ৫ম তলায় এলবি ইম্পরিয়াল হোটেলের রেফটপ গার্ডেন এ লক্ষে ভাষার মাস গুনিজন সংবর্ধনা সভার আয়োজন করে সোনালী দিন পরিবার ও ঘ রা মি র ঘর। এ সময় নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সাংবাদিকসহ আরও দুইজন গুনি মানুষক সম্মান জানানো হয়। এবং প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন প্রয়াত দুইজন অন্যতম সাংবাদিক নেতাকে মরনাত্তর সম্মাননা প্রদান করা হয়। দীর্ঘ প্রায় দুই যুগ পর নওয়াপাড়া শহর নওয়াপাড়া প্রেসক্লাবের তৎকালীন সময়ের সাংবাদিকদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে। এসময় গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানটি নতুন প্রজন্ম ও প্রবীন সাংবাদিকদের একটি মিলন মেলায় পরিণত হয়। তাছাড়া দীর্ঘ প্রায় দুইযুগ পর প্রবীন সাংবাদিকরা তাদের সহযোদ্ধাদের কাছে পেয়ে প্রাণবন্ত হয়ে ওঠেন। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে তারা একে অপরে নানা স্মৃতি চারন করতে থাকেন। এ সময় প্রবীন সাংবাদিকদের দীর্ঘদিনের পুঞ্জিভুত অভিমানের আকাশে নতুন সূর্য উঁকি দিতে দেখা যায়। অনুষ্ঠানে প্রবীনদের অভিজ্ঞতা ও নতুনদের উদ্যমের সমন্নয় ঘটিয়ে নওয়াপাড়ার সাংবাদিকতাকে আরও
গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নতুন প্রজন্মের সাংবাদিক নেতারা। সাপ্তাহিক সোনালী দিন পত্রিকার সম্পাদক ও ঘ রা মি র ঘরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট নজরুল গবেষক ও ভাবুক এইচ এম সিরাজের সভাপতিত্বে ভাষার মাসের গুনিজন সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্য ও সংস্কৃতি গবেষক প্রখ্যাত সঙ্গীত শিল্পী ড. সুদীপক মল্লিক। সোনালী দিন পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারণ সম্পাদক হারুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশের স্বনামধন্য অভিনেতা ও বাচিক শিল্পী এম নাজিম হামিদ, কার্পোসডাঙ্গা নজরুল সংস্কৃতি কেদ্রের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, খুলনা বিএল কলজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রফেসর জোবায়ের হোসেন, অভয়নগর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ভবদহ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার, উদীচী অভয়নগরের সভাপতি ও অভয়নগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রবীন সাংবাদিক অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল দাস, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও নওয়াপাড়া শঙকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এস এম ফারুক আহমেদ, উদীচী অভয়নগরের সাধারণ সম্পাদক ও মশিয়াহাটি ডিগ্রী কলেজের সিনিয়র শিক্ষক সুকুমার ঘোষ, নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষক আবিদ হাসান, সাংবাদিক ও প্রকশলী ইঞ্জনিয়ার শওকত হোসেন বেগ। অনুষ্ঠানে নওয়াপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য প্রয়াত নিজাম উদ্দীন আহমেদ ও মীর সিদ্দিক আলীকে মরনাত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়া নওয়াপাড়া প্রেসক্লাবের নিজস্ব ভবন প্রতিষ্ঠা ও সাংবাদিকতায় অবদান রাখায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি কাজী আহমেদ রফিক টুকু, প্রতিষ্ঠাকালীন সদস্য মিজানুর রহমান লাভলু, গাজী কামরুজ্জামান, তৈয়বুর রহমান তকি, ফিরোজ মাহমুদ, জাহাঙ্গীর কবীর, সোলায়মান হোসেন ও ইনামুল হককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সেই সাথে অত্র অঞ্চলের বিভিন্ন ধর্মীয়
প্রতিষ্ঠান এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নওয়াপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব নাজমুুল হক খোকনকে এবং অভিনেতা ও বাচিক শিল্পী এম নাজিম হামিদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় নওয়াপাড়া প্রেসক্লাবের সকল সাংবাদিক, সাপ্তাহিক সোনালী দিন পরিবারের সদস্যরাসহ আমন্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর