বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (কোড:৪১০৫৭) অধ্যক্ষের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পেলেন প্রতিষ্ঠানের পরিচালক রিয়াজুল ইসলাম বাচ্চু। শুক্রবার ২৫ ফেব্রুয়ারী বিকালে পলিটেকনিকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। পরিচালনা পর্ষদের সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সভাপতি ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (বিএম) মো: সুলতান হোসেন তালুকদার। সভায় উপস্থিত ছিলেন ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী আব্দুর রশিদ চোকদার, পরিচালনা কমিটির সদস্য সচিব প্রকৌশলী বিশ্বজিৎ পাল, পরিচালক প্রকৌশলী মো: শামীম শা ফকির, প্রকৌশলী মো: শহিদুল ইসলাম, প্রকৌশলী মনিন্দ্র নাথ, সিভিল ডিপার্টমেন্ট এর প্রশিক্ষক প্রকৌশলী এইচ এম গিয়াস উদ্দিন, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এর প্রশিক্ষক প্রকৌশলী মো: নাজমুল হাসান প্রমুখ।
উল্লেখ্য প্রতিষ্ঠানটির অধ্যক্ষ হজ্ব পালনের জন্য ছুটি নেয়ায় সভায় সর্বসম্মতিক্রমে ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব রিয়াজুল ইসলাম বাচ্চুকে প্রদান করা হয়েছে। রিয়াজুল ইসলাম বাচ্চু জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বি,কম (অনার্স), এমকম (ব্যবস্থাপনা) কোর্স সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যে এসিসিএ কোর্সে পড়াশুনা করেন।
ঝালকাঠি সিটিজেন সোসাইটির আহ্বায়ক ডা: জহিরুল ইসলাম বাদল ও সদস্য সচিব প্রভাষক অমরেশ রায় চেীধুরী ঝালকাঠি সিটিজেন সোসাইটির যুগ্ম আহ্বায়ক ঝালকাঠি ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির অধ্যক্ষের দায়িত্ব প্রদান করায় রিয়াজুল ইসলাম বাচ্চু-কে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।