নির্বাচন কমিশন গঠনে ব্যক্তি নির্বাচনের ক্ষেত্রে আবেগকে যাতে গুরুত্ব না দেওয়ার বিষয়ে সতর্ক করে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ও নির্বাচন কমিশন ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সাবেক নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে অনুষ্ঠিত সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সাখাওয়াত হোসেন।
সাবেক এ নির্বাচন কমিশনার বলেন, আমাদের ইলেকশন প্রসেস এবং ইলেকশন কমিশন ধ্বংস হয়ে গেছে। সেই সমস্ত লোক দরকার যারা এটাকে টেনে তুলতে পারবে। মানুষের আস্থা অর্জন করতে পারবে এবং একটা গ্রহণযোগ্য নির্বাচন দিতে পারবে এরকম সাহসী লোক দরকার।
সাখাওয়াত হোসেন বলেন, এটা বিশাল যজ্ঞ, বিশাল অ্যাডিমেনিশট্রেশন। ১২ লক্ষ লোককে পরিচালনা করতে হবে। সেই লোকজন আনতে হবে।
‘ইমোশনাল সিলেকশনে কোনো লাভ নেই’ উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, ‘তা না হলে আমাদের কপালে দুঃখ আছে।
সার্চ কমিটির পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে চূড়ান্তভাবে যে ১০ জনের নাম যাবে সেগুলো প্রকাশ করা উচিত কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই প্রকাশ করা উচিত।
#চলনবিলের আলো / আপন